এস এম রাফি ১ অক্টোবর ২০২৩ , ৭:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা গত শনিবার সন্ধায় পাটোয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক হুমায়রা ইসলাম চাঁদনীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জামিল হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমসের আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিমেল, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বাবু, সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক, সোহেল রানা, হারাগাছ ইউনিয়ন কর্মীসভার দায়িত্ব প্রাপ্ত নেতা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মাইদুল ইসলাম, বিপ্লব হোসেন প্রমূখ। কর্মী সভায় বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্ম উপস্থিত ছিলেন।