এস এম রাফি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ-
রংপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে কলেজ মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম। এসময় বক্তব্য রাখেন কাউনিয়া কলেজ পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল জলিল, শফিকুল ইসলাম,প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, প্রভাষক আসাদুজ্জামান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আহসান সিদ্দিক পল্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জামিল হোসেন প্রমূখ।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।