জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ৩:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়ায় নৌকা বাইচের জন্য তৈরি করা ৬৭ হাত লম্বা একতা নামের একটি বাইচ নৌকা নির্মাণ শেষে গত শুক্রবার বিকেলে দোয়া-আলোচনা শেষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয়।
আরও পড়ুন- কাউনিয়ায় অগ্নিকান্ডে হার্ডওয়্যার ও তুলার গোডাউন পুড়ে ভস্মীভূত
যুবলীগ নেতা ইউসুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও নৌকার উদ্বোধন করেন কাউনিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান।পরে নৌকাটি তিস্তা নদীতে ভাসানো হয়। দীর্ঘ এ নৌকাটি দেখতে বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত মানুষ এসে ভিড় করেন তিস্তা নদীর পাড়ে। নৌকা ভাসানো দেখতে আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকে নারী, পুরুষ, শিশুসহ হাজার হাজার মানুষ নদীর পাড়ে ভিড় করেন। গ্রাম বাংলার ঐতিহ্য বাইচের নৌকাটি ঘিরে উৎসুক মানুষ বিভিন্ন গানও তৈরি করেছেন। উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম,বালাপাড়া ইন্ডিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,জিন্না চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামিল হোসাইন ,নুরে আলম সিদ্দিকী সাজু,সহিদার রহমান,বালাপাড়া ইউপি সদস্য সাবেক মন্তাজ আলী দুলাল হোসেন,আয়োজনেনজরুল ইসলাম,আব্দুর রউফ,মিজান প্রমূখ।