এস এম রাফি ১ জানুয়ারি ২০২৩ , ৯:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর ) সন্ধায় মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলীর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযুদ্ধ সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন, প্রভাষক আব্দুল জলিল,যুগ্ম সাধারণ সম্পাদক ,শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, আব্দুল কাদের,একে এম জাহাঙ্গীর হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবীব, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী,সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্মেলন বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়ে দেন সন্মেলন উপস্থিত অতিথি বৃন্দ।