উত্তরের আলো প্রতিবেদক ২৫ ডিসেম্বর ২০২৪ , ৭:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মোঃ আবুল হাসানের স্বাক্ষরিত সফরসূচিতে বিষয়টি জানা গেছে।
চিলমারী উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ আসার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও সবুজ কুমার বসাক।
সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ২.১৫ মিনিটে চিলমারীতে উপস্থিত হয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর ২.৪৫ মিনিটে চিলমারী উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এসময় উপদেষ্টার সফরসঙ্গী থাকবেন উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান, সহকারী একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম ভূঁইয়া ও মোঃ আব্দুল আহাদ।