বিবিধ

কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক নুসরাত সুলতানা

  আঞ্চলিক ডেস্ক : ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৩০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন নুসরাত সুলতানা।

আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তিনি প্রাক্তন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে নুসরাত সুলতানা ভুমি কমিশনে চট্রগ্রামে দায়িত্বে ছিলেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ মাহফুজ আল আসাদ।

কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক নুসরাত সুলতানা এ সময় কুড়িগ্রামের উন্নয়ন এবং কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন।