কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিুপুর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকে এই ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একেবারেই কম। এদিকে দীর্ঘ লাইন দাড়িয়ে অপেক্ষা করা ছাড়াই ইভিএম এর মাধ্যমে সহজে এবং স্বল্প সময়ে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
মোগলবাসা ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রাথর্ী মাহফুজার রহমান মিলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় হাতপাখা প্রতীকের প্রাথর্ী রোকন মন্ডলসহ ৩ জন স্বতন্ত্র প্রাথর্ী প্রতিদ্বন্দীতা করছেন। ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৮শ ২০ জন।
চলতি বছরের ২৪ অক্টোবর এ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হকের মৃত্যুতে পদটি শুন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা কওে নির্বাচন কমিশন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রাথর্ী মাহফুজার রহমান মিলন প্রয়াত চেয়ারম্যান এনামুল হকের পুত্র।