এস এম রাফি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি-জামাত জোটের নৈরাজ্য আগুন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে কুড়িগ্রামে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলো।
শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দলীয় কাযালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের নেতা কর্মীরা শহরে শান্তি মিছিল করে সমাবেশে মিলিত হয়।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারন সম্পাদক আমান উদ্দিন মন্জুসহ দলীয় নেতা কর্মীরা। বক্তারা আন্দোলনের নামে বিএনপি জামাত জোটের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান।