জাতীয়

কু‌ড়িগ্রা‌মে কর্মী স‌ম্মেলন, থাক‌বেন আমীরে জামায়াত

  কুড়িগ্রাম প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৫ , ৪:২৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কুড়িগ্রামের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার এ কর্মী সম্মেলনে তিনি যোগ দেবেন।

এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্তিত থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এছাড়াও জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।