কুড়িগ্রাম প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ৫:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ায় জেলা উপজেলার বিভিন্ন শপিংমল ও ছোট বড় দোকানগুলোতে গরম কাপড় কেনার ভিড় বেড়েছে। গত তিনদিন আগেও এই দোকানগুলোতে বিক্রেতারা অলস সময় কেটেছিল।বর্তমানে ক্রেতাদের উপস্থিতিতে বেচা বিক্রি বাড়ায় এ মৌসুমে ভালো কিছু আশা করছেন ব্যবসায়ীরা।তবে ক্রেতারা গরম কাপড়ের দরদামে খুশি নন।গত বছরের তুলনায় এ মৌসুমে কাপড়ের দাম দ্বিগুণ নেয়ার অভিযোগ তুলেছেন ক্রেতারা।
সরেজমিনে দেখা কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট,নছর উদ্দিন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীড়। তিনদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় শীত নিবারণের জন্য মানুষ ছুটছেন বিপণী বিতানগুলোতে।উচ্চ বিত্ত মানুষ জন শপিং মলে ছুটলেও নিম্ন বিত্তবান মানুষ জনের ভরসা পুরোনো কাপড় বিক্রির দোকানগুলো।সাধ্যমত তারা কিনছেন গরম কাপড়।প্রকারভেদে সোয়েটার বিক্রি হচ্ছে ২৫০-৪০০ টাকা,জ্যাকেট বিক্রি হচ্ছে ৬০০-১২০০ টাকা।
গরম কাপড় কিনতে আসা মোঃ নুর আমিন বলেন,শীতের কাজ কাম করতে পারি নাই।কাপড় কিনি কিভাবে।বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি। গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম বেশি।ছোট বাচ্চার একটা সোয়েটার ৪৫০ টাকা দিয়ে কিনলাম।অথচ আগে এই সোয়েটার ছিল২৫০- ৩০০ টাকা।
পুরোনো কাপড় ব্যবসায়ী মোঃ আকবর হোসেন তালাশ বলেন,ক্রেতাদের কাছ থেকে আমরা দাম বেশি নেই না। গত বছর এক বেল্ট কাপড়ের দাম ছিল ১৪ হাজার টাকা আর এখন একই বেল্ট কিনতে হচ্ছে ১৮ হাজার টাকায়।
কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল আজিজ বলেন,বাজারের গরম কাপড়ের চাহিদা বেড়েছে। গত তিনদিন আগেও এই কাপড়ের দোকান ছিল ক্রেতাশূন্য।এখন ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। আশা করছি ব্যবসায়ীরা ভালো বিক্রি করতে পারবে।