এস এম রাফি ১৩ এপ্রিল ২০২৩ , ৪:১১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম শহরে দরিদ্রদের জন্য দুই টাকার বিনিময়ে সবজি বাজার চালু করা হয়েছে। বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ব চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ বাজার চালু করে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । ঈদের আগেরদিন পর্যন্ত জেলা সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি চলবে।
উদ্বোধনীদিন দেড় শতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি করে মিস্টি কুমড়া, একটি লাউ ও একটি ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজের বাজার মূল্য প্রায় দেড়শ’ টাকা। তবে মাত্র ২ টাকার বিনিময়ে এই সবজি প্যাকেজ পেয়েছেন হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষজন। স্বল্প মূল্যে সবজি পেয়ে খুশি তারা।
দুই টাকার সবজি বাজারে সবজি কিনতে আসা আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী জানান, সারাদিন ভিক্ষা করে যে টাকার জোগান হয় তাতে খুব একটা ভালো মন্দ খাওয়া হয় না। দুই টাকার বিনিময়ে অন্তত পেট পুড়ে সবজি ডিম খাওয়ার সুযোগে খুশি তিনি।
আকবর বলেন, ‘ মাত্র ২ টাকায় এতোগুলা সবজি পাইলং। সাথে ডিম। এটা হামার জন্যে খুব ভালো হইল। এ বাজার গরিব মানুষের জন্য রহমত।’
ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘ দুই টাকার বিনিময়ে তার এ কর্মসূচিতে ঈদের আগের দিন পর্যন্ত দরিদ্র মানুষ ডিমসহ ৫ টি আইটেম ক্রয় করতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুশইত মানুষের মাঝে এসব পণ্য নামমাত্র মূল্যে বিতরণ করা হবে। এটা রিলিফ নয়, অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এ সবজি বাজারে ২ টাকা নেওয়া হচ্ছে । এটি দয়া বা করুণা নয়, এটা তাদের অধিকার।’ ঈদের আগে ‘ফুল’ সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাত্র দশ টাকার বিনিময়ে ঈদের পোশাক বিক্রি করা হবে বলে জানান এই সংগঠক।
সবজি বাজারের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান, সাংবাদিক আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন প্রমুখ।