বিবিধ

কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

  এস এম রাফি ৩০ ডিসেম্বর ২০২২ , ৪:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি:
১৬টি নদ-নদী বেষ্টিত দেশের সর্বউত্তরের জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কন্কনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তা-ঘাটসহ বিস্তৃর্ণ এলাকা। এতে হাজার হাজার শীতার্ত মানুষ শীত কষ্টসহ নানান শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছেন। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষন কেন্দ্র জানায়, শুক্রবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
প্রতি বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন।
শুক্রবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কম্বল বিতরনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: কাজিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, আওয়ামীলীগ নেতা রবীবোস, বীর মুক্তিযোদ্ধা অসীম সরকার, একাত্তুরের ঘাতক দালাল নিমর্ূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, শাহানুর রহমান, জুলিয়া জুলকার নাইন, ফাল্গুনী তরফদার, ইমতে আহসান শিলু, সরোয়ার হোসেন সঞ্জু, কুড়িগ্রাম উন্ন্য়ন ফোরামের আহ্বায়ক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি ইউনুছ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাংবাদিক ইউসুফ আলমগীর, ওয়াহেদুজ্জামান তুহিন, ফিরোজ আলম মনু, মো: শাহআলম, আমার চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য সুভাষ সরকার, বিমল চন্দ্র সরকার প্রমূখ।
এসব মানুষের শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ।