কুড়িগ্রাম প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৫ , ১:২২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
নাশকতার মামলায় কুড়িগ্রামের রাজারহাটে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
গ্রেপ্তার তাজুল ইসলাম বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয় এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পদে রয়েছেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের একটি নাশকতার মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ওই মামলার বাদী।
রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর রবিবার বিকালে তাজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।