অপরাধ

কুড়িগ্রামে নিয়মিত সেলাইমেশিনের মোটর চুরি করত আলিমুল

  এস এম রাফি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৪৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামে বিভিন্ন সময় চুরি হয়ে যাওয়া সেলাইমেশিনের ৫টি মোটরসহ পেশাদার চোরকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলায় বিভিন্ন এলাকায় সেলাইমেশিনের মোটর চুরির অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কুড়িগ্রাম পৌর এলাকা থেকে পেশাদার চোর আলিমুলকে চোরাইকৃত ৫টি সেলাইমেশিনের মোটরসহ গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, সেলাইমেশিন এর মোটর চুরির অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে গোপন তথ্য সংগ্রহ করে মূলহোতা গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধার করেছে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।