বিবিধ

কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু

  এস এম রাফি ১৯ জুন ২০২৩ , ৯:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে বনজ, ফলদ ও ঔষুধী চারা রোপন ও বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী এ্যাড. আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম শিশু নিকেতন এর প্রধান শিক্ষক প্রতিমা রায় চৌধুরী, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ড. শাহানাজ বেগম নাজু, সাংস্কৃতিক সংগঠক শাহানুর রহমান, ফাল্গুনী তরফদার, ইমতে আহসান শিলু, জুলকারনাইন স্বপন, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমূখ।
এসময় তাল গাছ সহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষুধীসহ দুই শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ কার্যক্রমের আওতায় সপ্তাহ ব্যাপী আইনজীবী সমিতি চত্বর, শিশু নিকেতন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহস্রাধিক চারা রোপন ও বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত সুধিজন প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দেয়া গেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকাংশে কমে আসবে।