বিবিধ

কুড়িগ্রামে বাইসাইকেলে থাকা পিতা-পুত্রকে ট্রলির ধাক্কা, প্রান গেল পুত্রের

  এস এম রাফি ২৫ জুন ২০২৩ , ৫:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মাসুদ রানা (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে শিশুটির বাবাও।

আজ রোববার (২৫ জুন) দুপুরে বাই সাইকেলযোগে উপজেলার গঙ্গারহাট থেকে ফুলবাড়ী আসার পথে চাঁদের বাজারে পিছন থেকে আসা শ্যালো ম্যাশিন চালিত ইট বোঝাই ট্রলির চাকা হঠাৎ পাম্পছাড় হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে থাকা বা ও ছেলেকে ধাক্কা দিলে বাবা ও ছেলে মারাত্মক আহত হয়, পরের স্থানীয়রা দুইজনকে ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ছেলে মাসুদ রানা (৯)কে মৃত ঘোষণা করেন। বাবা একরামুল হক (৪০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ঘাতক ট্রলিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।