সারাদেশ

কুড়িগ্রামে বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত 

  uadmin ২৮ জুলাই ২০২৩ , ১১:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। 

আজ শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারিরজাড়- রায়গঞ্জ সড়রের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহত তিনজন শাহিন, সুমন,সাগর। তিনজনের বাড়ি নাগেশ্বরী  উপজেলা রামখানা ইউনিয়নের কাঠাল বাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি নৈশ্য কোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নৈশ্য কোচটিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।