বিবিধ

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ দুই কারবারী আটক

  এস এম রাফি ১৫ জুন ২০২৩ , ১১:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপি এবং মোটরসাইকেল উদ্ধারসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।

গ্রেপ্তারকৃতরা হল, ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লীর তল গ্রামের চোরাকারবারি মোঃ আব্দুর সাত্তার (৩৮) এবং আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের মোঃ রসুল আলী (৪৮)।

জেলা পুলিশ জানায়, বুধবার (১৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি থেকে গাগলাগামী পাকা রাস্তা এলাকায় অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশের একটি দল। এ সময় ওই এলাকায় চোরাকারবারি মোঃ আব্দুর সাত্তার ও মোঃ রসুল আলীর দেহে তল্লাশি চালালে কোমরে বিশেষ কায়দায় বহন করা অবস্থায় ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে এর সাথে জড়িত মুলহোতাদের সনাক্ত করা হবে।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলায় যে কোন প্রকার চোরাচালান রোধে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।