বিবিধ

কুড়িগ্রামে মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  এস এম রাফি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সদর উপজেলার আলোর ভুবন মিলনায়তনে কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মহিলা আওয়ামীলীগের আহŸায়ক ফারহানা মিমি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান বিপ্লব, মাহফুজ রহমান, মতি শিউলি, আবু বক্কর সিদ্দিক ও পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী শিখা দাস, আঁখি আক্তার, দিলরুবা বেগম, রিনা বেগম, টিনা আক্তার প্রমূখ।
জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে মিলাদ মাহফিল শেষে বিশেষ দোয়া করা হয়।