বিবিধ

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু

  এস এম রাফি ৪ মে ২০২৩ , ৮:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ হযরত আলী (৪৪) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৪ মে বিকেলে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা।পেশায় তিনি একজন স্টক ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান,মোঃ হযরত আলী কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পাড়ে পৌছিলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে ছিটকে পড়েন।এতে তিনি গুরুতর হয়ে পড়েন।পরে স্থানীয়রা হযরত আলীকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী মোহাম্মদ বায়োজিত ইসলাম বলেন,উনি আমাদের এলাকার পরিচিত বড় ভাই।তিনি দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। এছাড়াও তার স্ত্রী মোছাঃ কহিনুর বেগম দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।

কুড়িগ্রাম সদর থানার ও বিচার ইনচার্জ ওসি মোহাম্মদ খান শাহরিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত হযরত আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতের মরদেহটি কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে আছে।