অপরাধ

কুড়িগ্রামে যুবদল নেতা নিহতের ঘটনায় ২০জনকে আসামি করে হত্যা মামলা দায়ের

  কুড়িগ্রাম প্রতিনিধি: ২৮ ডিসেম্বর ২০২৪ , ৪:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে। ঘটনার পর পরেই নিহতের স্বজন ও দলীয় লোকজন শুক্রবার রাতেই প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে।

পরে আজ শনিবার (২৮ ডিসেম্বর) উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এর আগে গত কাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজন সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পরে গিয়ে অসুস্থ হয়ে পরে। পরে তার সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, যুবদল নেতা নিহতের ঘটনায় তার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছে। এতে ২০ জন এজাহার নামীও আসামিসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।