এস এম রাফি ৫ আগস্ট ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংষ্কৃতিক আন্দোলনের পথিকৃত বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শহীদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, চারা বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম. জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো, জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।