কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১১ মে ২০২৪ , ৭:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।১১ই মে
শনিবার সকাল ১০টায় সলিডারিটির প্রশিক্ষণ কেন্দ্রে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে বাংলাদেশ হেলথ ওয়াচ ও সলিডারিটির সহযোগিতায় উক্ত সভা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য মালা দেব এর সঞ্চালনায় স্বাস্থ্য বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ হেলথওয়াচ এর প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, এসময় উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ডাঃএস,এম আমিনুল ইসলাম, সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গণমাধ্যম বিষয়ক সম্পাদক এডভোকেট আহসান হাবিব নিলু,উলিপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার, সাধারন সম্পাদক আতাউর রহমান,গনমাধ্যম বিষয়ক সম্পাদক ইউনুস আলী, হাতিয়া ইউনিয়ন স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি রাজ্জাকুল ইসলাম, সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী,সহকারী ফোকাল পার্সন সুনীল দাশ।