সারাদেশ

কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেপি প্রার্থী

  অনলাইন ডেস্ক ১ জানুয়ারি ২০২৪ , ৯:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নির্বাচনের ৬ দিন পূর্বে অসুস্থতা জনিত কারনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম ৪ আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত সাইকেল মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি রুহুল আমিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

তিনি আজ ১ জানুয়ারি ২০২৪ সোমবার রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ ঘোষণা দেন।

তিনি এক ভিডিও বার্তায় তার সমর্থিত কর্মী সমর্থকদের জাতীয় পার্টি মনোনীত, লাঙ্গল মার্কার প্রার্থী একে এম সাইফুর রহমান বাবলুর হয়ে কাজ করার আহ্বান জানান।

রুহুল আমিন নির্বাচন থেকে সরে দাঁড়ানো, লাঙ্গল মার্কার প্রার্থীকে সমর্থন কে কেন্দ্র করে এলাকায় জনসাধারনের মাঝে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।