চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ৬:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করলেন ডা. ফারুকুল ইসলাম ফারুক।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডা. ফারুকুল ইসলাম ফারুক।
এসময় ডা. ফারুক জানান, যেহেতু স্বতন্ত্র প্রার্থী হতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন বিধি নিষেধ নেই এবং প্রধানমন্ত্রী ড্যামি প্রার্থী রাখতে বলেছেন সে কারণে নির্বাচনে অংশ নিচ্ছি। আগামীকাল থেকে নির্বাচনী এলাকায় ঘুরবো। মানুষের সঙ্গে বসবো, কথা বলবো। আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু হলে জোরেশোরে প্রচারণা চালাবো। ডাঃ ফারুক সাধারণ মানুষের ভালোবাসা ও সর্মথনের ব্যাপারেও বেশ আশাবাদী। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ ফারুকুল ইসলাম ফারুক।