এস এম রাফি ৯ অক্টোবর ২০২৩ , ৮:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে আগামী ১৪ অক্টোবর গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। সেদিন বেলা ১১টা থেকে অনশন চলবে ৩ ঘণ্টা পর্যন্ত।
আজ সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আজ সকালে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের চিকিৎসকরা পরিষ্কার করে বলেছেন, দেশে যা যা করার দরকার করা হয়েছে সবই করা হয়েছে, এখন তাকে সুস্থ করতে হলে বিদেশে না নেওয়া ছাড়া বিকল্প নেই’।