এস এম রাফি ১৯ মে ২০২৩ , ৪:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আশরাফুল ইসলাম গাইবান্ধা :
গাইবান্ধায় বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যাক্তিবর্গে সাথে এক মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। ১৭ মে বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি । এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তাগণ। গাইবান্ধা জেলাকে কিভাবে এগিয়ে নেয়া যায় সেই বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তির মতামত প্রদান করেন। এ মতামতের ভিত্তিতে আগামীতে গাইবান্ধা জেলার উন্নয়নে বেশ কিছু সুপারিশ উঠে আসে। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাব এর সভাপতি কে.এম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন সহ অন্যান্যরা। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, এনজিও কর্মী, সাংবাদিকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও এ দিন বিকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান তার স্মৃতিবিজড়িত পুরানো কর্মস্থল পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশা মানুষের সাথে মতবিনিময় করেন। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধা উপ-পরিচালক শরিফুল ইসলাম,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন , সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, সহকারী কমিশনার ভুমি এসএম ফয়েজ উদ্দীন,থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ছাড়াও ইউপি চেয়ারম্যান, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার তার চাকুরী জীবনের স্মৃতি চারন করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা হবে বলে জানান। তিনি আরো বলেন সম্পুর্ন গনতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পর স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।