তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ৮:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গাইবান্ধা ২ সদর আসনে স্বামী – স্ত্রীর মনোনয়নপত্র দাখিল।
৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় গাইবান্ধার সহকারী রিটার্নিং অফিসার কাছে মনোনয়নপত্র দাখিল করেন ঐ দুই প্রার্থী ।
এর আগে গাইবান্ধা সদর উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা সদর উপজেলার চেয়ারম্যান পদত্যাকারী এরং নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত শাহ সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। একই সময় তার স্ত্রী মাসুমা আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে স্বামী স্ত্রীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উৎসুক জনতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।