আন্তর্জাতিক

গাজায় বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ: জাতিসংঘ

  এস এম রাফি ১৬ অক্টোবর ২০২৩ , ১২:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের মহুর্মুহু বিমান হামলায় প্রাণ বাঁচাতে গাজা ত্যাগ করা সহ লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে।

এর আগে ফিলিস্তিনিদেরকে এলাকা ছাড়ার জন্য সময় বেঁধে দিয়েছিল ইসরাইল, এবং বন্ধ করে দেয় বিদ্যুৎ-পানি সরবরাহ। এমন পরিস্থিতিতে গাজায় ভয়াবহ মানবিক সংকটও দেখা দিয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)-এর যোগাযোগবিষয়ক পরিচালক জুলিয়েট তোমা এএফপিকে জানিয়েছেন, গাজায় সংঘাতের প্রথম সাত দিনে আনুমানিক ১০ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত।

এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা জানিয়েছেন, ইসরাইলের কয়েকদিনের টানা বোমাবর্ষণে অবরুদ্ধ গাজা উপত্যকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তাদের ভাষ্য, ‘বর্তমানে গাজায় থাকা মানে কোনোমতে টিকে থাকা, বেঁচে থাকা নয়।’

এদিকে গেল ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র তাল হেনরিচ সাংবাদিকদের বলেন, ‘১৪০০ জনেরও বেশি নিহত হয়েছে এবং হামাস সন্ত্রাসীরা ১২০ জনেরও বেশি ইসরাইলিকে অপহরণ করেছে।’

অপরদিকে গাজায় ইসরাইলি গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত আড়াই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১০ হাজারে। সূত্র- এএফপি।