রাজনীতি

গাজীপুরে ২টি আসনে প্রার্থি পরিবর্তন করতে পারে আওয়ামী লীগ!

  এস এম রাফি ২ অক্টোবর ২০২৩ , ৩:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

এই মুহুর্তে রাজনৈতিক ক্রান্তিকাল অতিবাহিত করছে বাংলাদেশ।

বিশেষ করে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি এখন মুখোমুখি।প্রধানমন্ত্রী ৪ঠা অক্টোবর দেশে ফিরলেই দেশ নির্বাচনমূখি হবে।

একই সাথে রাজনৈতিক সমঝতা অথবা সাংবিধানিক রীতিতে জাতি এগিয়ে যাবে দ্বাদশ সংসদ নির্বাচনের পথে।

এবারের নির্বাচনে আমেরিকার হস্তক্ষেপ তাৎপর্য বহন করছে।এখন পর্যন্ত তাদের কর্মকান্ডে মনে হচ্ছে তারা এদেশের রাজনীতিতে দৃশ্যত: নাক গলাচ্ছে।হয় বিএনপি অথবা তৃতীয় শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে সম্ভবত তারা প্রকাশ্য মিশনে নেমেছে।

অন্যদিকে আমেরিকার এই বাড়াবাড়ি, একটি স্বাধীন দেশের অভ্যন্তরিন ব্যাপারে অযাচিত হস্তক্ষেপের বিষয়টি ভারত কোন চোখে দেখে তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে নির্বাচনের গতিপ্রকৃতি কোন পথে ধাবিত হবে আগামীদিনে।

এমন পরিস্থিতি ও বাস্তবতায় দেশের মানুষ বরাবরের মত প্রধানমন্ত্রীর চমকের জন্য অপেক্ষা করছে।

এদিকে নির্বাচন কমিশন গতকাল ইউএনওদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।নভেম্বরের প্রথম সপ্তাহের দিকেই নির্বাচনী তপসীল ঘোষণা করার প্রস্তুতি গ্রহন করেছে ইসি।

এমনি প্রেক্ষাপটে ঢাকার সন্নিকটে দ্বিতীয় গোপালগঞ্জখ্যাত শিল্প শহর গাজীপুরের ৫ টি আসনে মনোনয়ন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।কে কে মনোনয়ন পাবেন, কে পাবেন না,তা নিয়ে চলছে সর্বত্রই ব্যাপক আলোচনা সমালোচনা।

গাজীপুরের অভ্যন্তরিন রাজনৈতিক পরিস্থিত খোলা চোখে শান্ত মনে হলেও বাস্তবে তা নেই।বিশেষ করে গাজীপুর-৩ আসনে প্রার্থিতা নিয়ে নানা সমীকরণ চলছে।

অনুসন্ধানে জানা গেছে, এখানে ক্ষমতাসীনরা কমপক্ষে ৫ ভাগে বিভক্ত।এসব খন্ডিত প্রচারে থাকা অধিকাংশ রাজনৈতিক বলয় তাদের নেতার মনোনয়ন নিশ্চিত বলে প্রচার করছে।

এই আসনে কমপক্ষে ২ জন প্রার্থি নিজেকে গ্রীন সিগন্যাল পেয়েছেন বলে প্রকাশ্যে প্রচারনা চালাচ্ছেন।বাস্তবে আওয়ামী লীগ এখন পর্যন্ত কোন প্রার্থিকে গ্রীন সিগন্যাল দেয়নি।

তবুও এসব নেতাদের বিশেষ অনুসারিরা তাদের নেতার মনোনয়ন নিশ্চিত এবং তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে প্রচার করে জনমনে প্রভাব ও আস্থা অর্জনের চেষ্টার পাশাপাশি বিভক্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।

এই আসনে বিভিন্ন নেতার কর্মিদের তৎপরতা,অতি বাড়াবাড়িতে আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন জনপদে।এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন বাড়িতে ঘেরাও,মালামাল তছনছ,ভয় ভীতি প্রণদর্শণ করার মত ঘটনাও ঘটছে।

জানা গেছে, কতিপয় নেতা তাদের নিজস্ব বাহিনীর জন্ম দিয়ে, ভাড়াটে গুন্ডা এনে, অবৈধ অস্ত্র আর আইন শৃঙ্খলা বাহিনীর ডুপ্লিকেট পোশাক ব্যবহার করছে এসব অপকর্মে।

গাজীপুর-১ আসনে রয়েছে সীমাহীন বিভাজন।অতীত রাজনীতি প্লাস মাইনাসের খেলা,নৌকার বিরুদ্ধে অবস্থানের অভিযোগ,দল মনোনীত প্রার্থিকে ফেল করানোর দগদগে ঘা রয়েছে জনমনে।

এই আসনে সঠিক প্রার্থি দেওয়া না হলে দলিয় বিভক্তির কারনে এই আসনটি বেহাত হতে পারে আ,লীগের।প্রার্থি নির্বাচনে সতর্কতা বিশেষভাবে প্রয়োজন গাজীপুর-১ আসনে।

গাজীপুর-৪ আসনে তাজউদ্দিন পরিবারের বিকল্প শক্তি এখনো গড়ে উঠেনি।তবে এই আসন থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আবার নির্বাচন করতে পারেন এমন একটি গুঞ্জণ রয়েছে এখানকার রাজনীতিতে।

গাজীপুর-২ ও ৫ আসনে প্রার্থি অপরবর্তিত থাকছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।গাজীপুর-২ আসন থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর-৫ আসন থেকে মেহের আফরোজ চুমকি’র মনোনয়ন অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে সূত্রটি।

এদিকে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আওয়ামী লীগের এবারের মনোনয়ন আগের প্রচলিত নিয়মে হচ্ছে না।দল পরিচালিত ৩ টি জরিপের ভিত্তিতে এবার ইমেজ রয়েছে,পরিচ্ছন্ন মানুষ হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর ‘গুড-বুক’ এ থাকা এমন ব্যক্তিদের মনোনয়ন দিয়ে চমক দেখাতে যাচ্ছে দলটি।

রাজনীতিতে সক্রিয় নয় কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনার ধারক,সংস্কৃতি কর্মি, পরিচ্ছন্ন ইমেজের জনপ্রিয় ব্যক্তিদের এবার মনোনয়ন দিতে যাচ্ছে দলটি।

যারা দলের পদ পদবি ব্যবহার করে ফায়দা লুটেছে,আখের গুছিয়েছে,জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে,দলিয় কর্মসূচি ও সরকারের উন্নয়নচিত্র জনগনের সামনে তুলে ধরেননি,রাজনীতিতে টিকে থাকতে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে,বিএনপি-জামাত থেকে আসাদের দলিয় পদ প্রদান করেছে, এবার তারা মনোনয়নের জন্য বিবেচিত হচ্ছেন না তা নিশ্চিত।

সবশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, সারাদেশে এবার মনোনয়নে যুগান্তকারি পরিবর্তন আনতে যাচ্ছে দলটি।সূত্রমতে একাদশ সংসদের ১০৮ থেকে ১৪৩ টি আসনের বর্তমান এমপিরা এবার মনোনয়ন বঞ্চিত যাচ্ছেন।তাদের কোন তদবির এবার আমলে নেবেন না দলিয় সভাপতি।

সূত্র মতে, গাজীপুরে একটি আসনে নিশ্চিত প্রার্থি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।অপর সূত্র মতে, গাজীপুরে কমপক্ষে ২টি আসনে প্রার্থি পরিবর্তনের সম্ভাবণা রয়েছে বলে জানিয়েছে বিশেষ সূত্রসমুহ।তবে কোন দুটি আসনে প্রার্থি পরিবর্তন হতে পারে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি সূত্রটি।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে এটা প্রতিয়মান হচ্ছে যে, দেশের গুরুত্বপূর্ণ এই জেলার ৫ টি আসনের মধ্যে এক বা একাধিক প্রার্থি পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ৪ঠা অক্টোবর দেশে ফেরার পর গাজীপুরসহ সারা দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে কমপক্ষে ২’শ আসনে চুড়ান্ত প্রার্থিদের ‘সবুজ সংকেত’ প্রদান করবেন।

তপসীল ঘোষণার পর নভেম্বরে এসব প্রার্থিদের চুড়ান্ত চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।তবে তার আগে চলতি মাসেই তাদেরকে মৌখিকভাবে জানিয়ে মাঠ গোছাতে নির্বাচনী এলাকায় পাঠানো হবে।

আগামি ১০ অক্টোবরের পর এই ২’শ আসনে ‘সবুজ সংকেত’ প্রদানের কার্যক্রম শুরু হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।