সদরুল আইন ২১ জানুয়ারি ২০২৪ , ৩:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
শীত ও অবৈধ লাইনের কারণেই গ্যাসের বেশি সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
নসরুল হামিদ বলেন, ‘আগামী দুই বছরের মধ্যেই দেশের সব গ্রাহককে প্রিপেইড গ্যাস মিটারের আওতায় আনা হবে।’
এ সময় শিগগিরই ঢাকা ও চট্টগ্রামের গ্যাস সংকট কেটে যাবে বলেও আশ্বাস দেন নসরুল হামিদ। তিনি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে গ্যাসের যে সংকট আছে, আমরা আশা করছি আগামী দুই-একদিনের মধ্যেই তা কমে অনেক ভালো অবস্থায় আসবে।
এটা আমাদের জন্য একটি সুখবর। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।’