অপরাধ

চট্টগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষের ঘটনায় আটক ৮০

  ডেস্ক নিউজ ৬ নভেম্বর ২০২৪ , ১১:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ধর্মীয় সংগঠন নিয়ে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ৬ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে একজন সামান্য অ্যাসিডদগ্ধ হয়েছেন। এছাড়া ইট-পাথরের আঘাতে আহত হন আরও ৫ জন।

এ ঘটনার পরে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৮০ জনকে আটক করে। আটকদের যাচাই-বাচাই করা হচ্ছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে নগরের দামপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে টাস্কফোর্স-৪ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ যৌথবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর হাজারিগলির মিয়া শপিং সেন্টার মার্কেট ঘিরে ওই ঘটনার পর সেখানে অভিযানে নামে যৌথ বাহিনী। মধ্যরাত পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানের পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় এ বিক্ষোভের ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গেলে একপর্যায়ে তাদের ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, “হাজারী গলির ওসমান গণি নামে এক ব্যবসায়ী একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টটি ইসকন সম্পৃক্ত। যা নিয়ে কিছু লোকজন সংক্ষুব্ধ ছিল। ওই ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করা হলে পুলিশ গিয়ে আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে।

একপর্যায়ে যারা আক্রমণ করতে উদ্যত হয়েছিল তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাদের আক্রমণে আমাদের ৬ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন এসিড আক্রান্ত আছেন। ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”

পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮০ জনকে আটক কররে। আটকদের বিষয়ে যাচাই-বাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা নির্দোষ তাদের ছেড়ে দিয়ে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে হাজারিগলির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছে।