চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্যপারীর বাজার এলাকায় পাঠাগারের উদ্বোধন করেন রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম।
মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মঞ্জুরুল আহসান, শিক্ষক রবিউল ইসলাম, কমল কৃষ্ণ রায়, এরশাদুল হক, ওমর ফারুক, স্বপন কুমার রায় প্রমুখ।
বক্তারা, প্রত্যন্ত অঞ্চলে এমন একটি উদ্যোগকে প্রশংসা করে পাঠাগারেরর উন্নতি কামনা করেন।
এসময় স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।