বিবিধ

চিলমারীতে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

  এস এম রাফি ১৯ জুন ২০২৩ , ১০:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

দেশের সব থেকে বড় ব্যাংক ইন্টারন্যাশানাল ফাইন্যান্স ইনভেসমেন্ট এন্ড কমার্স ব্যাংক পিএলসি’র (আইএফআইসি) রংপুর ব্রাঞ্চের অধীনে কুড়িগ্রামের চিলমারীতে উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার থানাহাট বাজারে শামছুদ্দিন প্লাজার ২য় তলায় এ ব্যাংকের উপ শাখা উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর ব্রাঞ্চের কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. মাসুদ রানা, কুড়িগ্রাম শাখার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, চিলমারী পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা কামাল, আইএফআইসি ব্যাংকের চিলমারী উপশাখার ইনচার্জ আসিফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজাহান আলী, হাসানুজ্জামান, সাহেব আলী প্রমুখ।