চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ১:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের চিলমারী মডেল থানা চত্ত্বরে আইন শৃঙ্খলা ও পুলিশ নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. মোঃ রুহুল আমিন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার কর্মকর্তা মোসাম্মৎ শাহেনাজ পারভীন প্রমূখ।
প্যারেড ব্রিফিংয়ে অংশ গ্রহণ করেন দুই শতাধিক পুলিশ সদস্য ও ৫০৪ জন আনসার সদস্য।