সারাদেশ

চিলমারীতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  এস এম রাফি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীর চিলমারী ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর)সকালে ইউনিয়নের কড়াইবরিশাল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো:জাকির হোসেন,সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম লিচু, জেলা পরিষদ সদস্য মো.জামিউল ইসলাম সহ চিলমারী উপজেলা আ.লীগের বিভিন্ন নেত্রীবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মো: গয়ছল হক মন্ডল।

সভা শেষে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউনিয়ন সভাপতি মো:গয়ছল হক,সাধারন সম্পাদক মো:মনিরুজ্জামান মনির সদস্য নবায়নের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ মো:জাকির হোসেন