চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
আজ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু,প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল ইসলাম লিটু, সিনিয়র সাংবাদিক ও লেখক নাজমুল হুদা পারভেজ প্রমূখ।
আলোচনা শেষে আরজিনা খাতুন ও হোসনে আরা আক্তার হাসীকে জয়ীতা সম্মাননা পদক প্রদান করা হয়।