এস এম রাফি ৮ এপ্রিল ২০২৩ , ১২:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,সহ সভাপতি জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক বদিউজ্জামান বদরুল, যুগ্ম আহবায়ক শাহাজাহান আলী, শফিকুল ইসলাম মিজান প্রমূখ।