সারাদেশ

চিলমারীতে আ. লীগ প্রার্থীর নির্বাচনী মতবিনিময়

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ১০:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নির্বাচনী মতবিনিয় সভা করেছেন।

বুধবার দুপুরে চিলমারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে এ মতবিনিময় সভা করেন। চিলমারী মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, চিলমারী উপজেলা আ. লীগের সহ সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, থানাহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক ও থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমূখ।

বক্তারা এ্যাডভোকেট বিল্পব হাসান পলাশকে জয়যুক্ত করতে ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।