সারাদেশ

চিলমারীতে খালের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৪ জুন ২০২৪ , ৮:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে খালের পানিতে ডুবে ৭ বছর বয়সী এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার সকালে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার নালার পাড় গ্রামে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এরপর ওই দিন খোঁজখুজির পর দুপুরে খালের পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ওই শিশুর নাম নাইম (০৭)। তিনি ওই এলাকার মোস্তা মিয়ার প্রথম সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংরক্ষিত মহিলা সদস্য মোছা. খতেজা বেগম। তিনি বলেন, ছেলেটা শারীরিক ভাবে একটু শারীরিক প্রতিবন্ধী ছিলো। সে সকাল থেকেই নিখোঁজ ছিলেন পরে পরিবারের লোকজন খোঁজাখুজির পর নুরুজ্জামাল নামে এক ব্যক্তির বাড়ির পাশের খালে লাশ পান।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ওই প্রতিবন্ধী শিশুকে বাড়িতে দেখা মেলেনি। পরে পরিবারের সকলেই অনেক খোঁজখুজি করে। একপর্যায়ে সকলের মনে সন্দেহ হলে বাড়ির পাশের খালে নেমে খোঁজাখুঁজি করার পর ওই প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।