সারাদেশ

চিলমারীতে ‘ঘোষণাপত্র’ নিয়ে হাট-বাজার, রাস্তা-ঘাটে ছাত্রপ্রতিনিধিরা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ৩:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধিরা ঘোষণাপত্র বিতরণ করছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হাট- বাজার, বিভিন্ন মোড়ে মোড়ে, দোকান মালিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ পথচারীদের মাঝে এসব ঘোষণাপত্র বিলি করেন ছাত্রপ্রতিনিধিরা৷

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিলমারীর ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহমেদ, লিটন হাসান সাকিব, রায়হান কবীর রাব্বি সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত জানান, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সাধারণ মানুষের মাঝে বিতরণ শুরু করেছি।