চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০ জানুয়ারি ২০২৫ , ৮:৫৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জন্ম নিবন্ধন পেতে ইউনিয়ন পরিষদের বারান্দায় বারান্দায় এক মাস ধরে ঘুরেও কাজ হচ্ছে না, মিলছে না কোনো প্রতিকার। অভিযোগ রয়েছে, উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদের সহকারী সচিব পলাশ নানা অযুহাতে দীর্ঘদিন থেকে এসব ভুক্ত ভুগীদের হয়রানি করছেন।
অনুসন্ধানে জানা গেছে, চিলমারী ইউনিয়নের ঢুষমারা গ্রামের আব্দুর রহিম নিজে ও তার স্ত্রী -সন্তানের জন্ম নিবন্ধন পেতে এক মাস ধরে ঘুরেও এখন পর্যন্ত কোনো কাজই হয়নি। ওই ইউনিয়নের লুৎফর রহমান তিনি তার স্ত্রী, ছেলে, এবং নিজের জন্ম নিবন্ধন করতে দিয়েছে ১৮ দিন হলো এখনো নিবন্ধন করতে পারেন নি। এমন আরও রয়েছে ওই ইউনিয়নের ভুক্তভোগী রমজান কারি ও তার মেয়ে লাইলি। এছাড়াও অনেকেই মাসের পর মাস ঘুরেও জন্ম নিবন্ধন করতে পারছেন না।
ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, এক মাস আগে জন্ম নিবন্ধন আবেদন জমা দিছি ৪ জনের। পলাশ (সহকারী সচিব) ৬০০ টাকা চাইছে পরে আমি ৫০টাকা কম দিয়ে ৫৫০ টাকা দিছি। কিন্তু জন্ম নিবন্ধন চাইলে আজকে দেয়, কাল কে দেয়। এভাবে ঘুরাইতেছে।
লুৎফর রহমান নামে আরেক ভুক্তভোগী বলেন, ১৮ দিন থেকে ঘুরছি এখনো জন্ম নিবন্ধন নিতে পারি নাই। আজকাল করে সময় নিচ্ছে।
চিলমারী ইউনিয়ন পরিষদের সহকারী সচিব পলাশ বলেন, আমি পারিবারিক ভাবে একটু ঝামেলায় আছি, আমার বাবা অসুস্থ। একারণে জন্ম নিবন্ধনে কিছুটা ধীরগতি হচ্ছে।
ভুক্ত ভোগীরা চাঁন মিয়া বলেন,যদি চিলমারী ইউনিয়ন পরিষদের(কড়াইবরিশাল)অফিসে সপ্তাহে ৩ দিন সচিবরা বসেন তাহলে আমাদের কে নৌকা ভাড়া দিয়ে থানারহাট গিয়ে জন্ম নিবন্ধন করা লাগবে না।
চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, চরের মধ্যে নেটওয়ার্ক সমস্যা হওয়ায় সদরে একটি অফিস করে দেয়া হয়েছে যাতে কেউ ভোগান্তির স্বীকার না হন। এনিয়ে সচিবদের বলা আছে।