এস এম রাফি ৯ জুন ২০২৩ , ৬:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ও দলকে গতিশীল করার লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় শ্রমিকলীগের সকল সদস্যদের নিয়ে নবনির্বাচিত কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও’ – এই স্লোগানে শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু প্রমূখ বক্তব্য দেন।
কর্মী সভাটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগে সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং সভা পরিচালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান।