কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে শতাধিক জেলে পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রমনা মডেল ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী বেষ্টিত জোড়গাছ মাঝিপাড়া গ্রামে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল হাতে পেয়ে হাসিমুখে আলোচিত সেই বাসন্তী বলেন, কয়েকদিনের ঠান্ডায় অনেক কষ্টে ছিলাম, কম্বল পেয়ে খুব ভাল লাগলো, এখন শান্তিতে ঘুমাতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মুশাহেদ খান, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, আজকের পত্রিকার মমিনুল ইসলাম বাবু, প্রতিদিনের সংবাদের এসএম রাফি প্রমুখ।