বিবিধ

চিলমারীতে তেলের পিঠা ভাঁজতে আগুনে পুড়ে গেলো ৬০মণ ধান, হাসপাতালে গৃহবধু

  এস এম রাফি ৮ মে ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে অগ্নিকাÐের ঘটনায় এক দিনমজুরের চারটি ঘর আগুনে ভষ্মীভূত ও ঘরে থাকা নগদ এক লক্ষটাকা এবং ৬০মণ ধান সহ অন্তত ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল (রবিবার) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মাধুমন্ডলে গ্রামে অগ্নিকাÐের ঘটনা টি ঘটেছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
ভুক্তভোগী দিনমজুরের নাম মজিবর রহমান। অগ্নিকাÐের ঘটনায় চারটি ঘর, ৬০মণ ধান, গরু একটি, ছাগল চারটি, হাঁস মুরগী প্রায় ৩৫টি এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে বলে দাবী ভুক্তভোগী এই দিনমজুর।
এঘটনায় ভুক্তভোগী ওই দিনমজুরের ছেলের বৌ আন্জু আরা রান্না ঘরে থাকায় শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। বর্তমানে ওই গৃহবধু চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
ভুক্তভোগী দিনমজুরের নাম মজিবর রহমান জানান, রবিবার রাত সাড়ে দশটার দিকে রান্না ঘরে ছেলে বৌ এবং আমার স্ত্রী তেলের পিঠা ভাঁজাতে ছিলো। এর মধ্যে গরম তেলে পানি পড়ে আগুণ জ¦লে ওঠে। মহুর্তেই সে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আশপশের ঘরেও আগুন জ¦লতে শুরু করে।
স্থানীয় বাবু মিয়া বলেন, রাতে হঠাৎ পশের বাড়িতে আগুন দেখতে পেয়ে চারদিক থেকে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নেভাতে অংশগ্রহণ করে। এর মধ্যে ফায়ার সার্ভিকে অবগত করা হয় বিষয়টি। কিন্তু তারা আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরই মধ্যে ওই দিনমজুরের ৬০মণ ধান, গরু একটি, ছাগল চারটি, হাঁস মুরগী প্রায় ৩৫টি এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে যায়।
অগ্নিকাÐের ঘটনাটি নিশ্চিত করে দায়িত্বরত দমকল কর্মী মিজানুর রহমান জানান, গতকাল রাতে আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে যাওয়ার পথিমধ্যেই রাস্তা না থাকায় আমাদের গাড়ি পাত্রখাতা ¯øুইসগেট পযর্ন্ত গিয়ে বাকি পথ যাওয়া সম্ভব হয়নি। পরে সেখান থেকে অটো যোগে ঘটনা স্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনের সূত্রপাত রান্নাঘর থেকেই হয়েছে বলে তিনি জানান।