এস এম রাফি ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
সারাদেশে বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বির্তকিত বিষয়বস্তু সংযোজনে প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার আয়োজনে থানাহাট বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাফেজ মো. রুকুনুজ্জামান লিটন, মুজাহিদ কমিটির সভাপতি জামিউল ইসলাম প্রমূখ।
বক্তারা, বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বির্তকিত বিষয়বস্তু সংযোজনের দাবী জানান।