সারাদেশ

চিলমারীতে নৌকার পক্ষে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

  এস এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম) ২ জানুয়ারি ২০২৪ , ১:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিপ্লব হাসান পলাশের পক্ষে গণসংযোগ চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানানো হচ্ছে। 

এ উপলক্ষে প্রতিদিন সকাল থেকেই এলাকাভিত্তিক প্রচারণায় নামেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে কুড়িগ্রাম-৪ (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপ্লব হাসান পলাশকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য চলছে সরব প্রচারণা।

প্রতিদিন সকাল থেকে পাড়াভিত্তিক প্রচারণা শেষ করেই বিকেলে নৌকা স্লোগানে মুখর থাকে চিলমারীর প্রধান সড়ক গুলো।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখে নির্বাচনী মাঠ। 

আবু হোসাইন সিদ্দিক রানা বলেন, নৌকা প্রতিককে বিজয়ী করতে মাঠ পর্যায়ে প্রতিটি এলাকায় ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে গণসংযোগ চালানো হচ্ছে। আমরা আশাবাদী নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হবেন।