বিবিধ

চিলমারীতে পানিতে ডুবে এক যুবক নিখোঁজ

  এস এম রাফি ৭ এপ্রিল ২০২৩ , ৪:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে গহুর বাদশা (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় উদ্ধারকারী একটি দল উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।
শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক ওই ইউনিয়নের বেড়িবাধ এলাকার কালাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র বলছে, শুক্রবার দুপুরে মাছ ধরতে যায় গহুর বাদশা ও তার এক সহযোগী। ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরার এক সময় জালের সাথে ওই যুবক নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত তাকে খুজে পাযয়া যায়নি।
ঘটনার পর রংপুর থেকে একটি ডুবুরী দল ও স্থানীয় দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পায়নি বলে নিশ্চিত করেছে দমকল বাহিনীর দায়িত্বরত আজিজুল ইসলাম। তিনি জানান, ঘটনার ঘন্টাখানেক পর আমাদের জানানো হয়েছে। পরে রংপুর থেকে ডুবুরীদল ও দমকলবাহিনীর কয়েকজন সহ ৮জনের একটি দল সেখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন।