সারাদেশ

চিলমারীতে ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদেরকে আল্টিমেটাম

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২১ আগস্ট ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট বাজারের প্রধান সড়কের দুইপাশের ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদেরকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে থানাহাট বাজারে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের এ আল্টিমেটাম দেন।

সাধারণ শিক্ষার্থীরা জানান, থানাহাট বাজারের ফুটপাত দখল থাকায় চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। তাই আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যবসায়ীদের এক সপ্তাহ সময় দিয়েছি ফুটপাত ছেড়ে দিতে। এতে যদি তারা কথা না শোনেন তাহলে আমরা প্রশাসনের সহযোগীতা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।