বিবিধ

চিলমারীতে ফের নকল সরবরাহ, এবার মুচলেকায় ছাড়লেন যুবককে

  এস এম রাফি ১১ মে ২০২৩ , ৯:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে চলমান এসএসসি ও দাখিল পরিক্ষায় কেন্দ্রে ফের নকল সরবরাহের দায়ে এক যুবককে আটক করে মুচলেকায় স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়ার ঘটনা ঘটেছে। আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেসুল ইসলাম বলেন, রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত পরিক্ষায় কেন্দ্রে নকল সরবরাহের সময় হাতে নাতে ওই যুবককে আটক করে দায়িত্বরত পুলিশ।
আটক যুবকের নাম মো. হাবিবুল্লাহ (১৮)। তিনি উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ মন্ডলপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।
ওসি হারেসুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১১ মে) পরিক্ষা শুরুর পর পরিক্ষা কেন্দ্রের কক্ষে নকল সরবরাহের সময় সেখানকার কর্তব্যরত পুলিশ সদস্য হাবিবুল্লাহ কে হাতে নাতে আটক করে। এরপর ইউএনও’র কার্যালয়ে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, ওই যুবকের মুচলেকায় স্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলেজ শিক্ষকের জিম্মায় দেয়া হয়েছে।
এর আগের পরিক্ষায় একই কেন্দ্রে নকল সবরাহের দায়ে ৭দিন বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরও আগে ওই একই কেন্দ্র থেকে একই অপরাধে মাদ্রাসার অফিস সহায়ক সহ তিন জনের মুচলেকায় স্বাক্ষর নিয়ে ইউপি সদস্যের জিম্মায় দেয়ার ঘটনা ঘটেছে।